সৃজনশীল মানুষ বাড়ুক বহু গুনে
আপনি কি আপনার পেশাটাকে পছন্দ করেন? বেশির ভাগ মানুষই উত্তর দিবেন ‘না’ বলে। আপনি যেই বিষয়টি পড়ছেন এটা কি আপনার পছন্দের? এইখানেও বেশির ভাগ মানুষ উত্তর দিবেন ‘না’ বলে। একটা সমীক্ষায় দেখা যায় দুনিয়াতে যত মানুষ যেকোনো পেশাতে কাজ অথবা যেকোনো বিষয়ে পড়াশোনার সাথে জড়িত তার প্রায় ৮০ শতাংশ মানুষই তাদের নিজ নিজ কর্ম ক্ষেত্রকে পছন্দ করেনা।
অবাক করার বিষয় হইল এই ছোট্ট একটা ‘না’ এর কারনে কতগুলো সমস্যার উৎপত্তি হচ্ছে। আপনার মন থেকে কাজ করার আনন্দ উঠে যাচ্ছে বরং এইখানে যোগ হচ্ছে বিরক্তি। আপনার ভিতরে তৈরি হচ্ছে প্রত্যাশাকে ছুতে না পারার হতাশা। যা আপনার কর্মস্থল থেকে বাসা সবকিছুকে করে ফেলছে হতাশাময়। অবশেষে অনেকেই নেশগ্রস্থ হয়ে যাচ্ছে যার সর্বশেষ পরিণতি হল আত্মহত্যা। যার দরুন আমরা নিজেরাতো ক্ষতিগ্রস্থ হচ্ছিই সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে আমাদের সমাজ, আর দেশ, কারন প্রোডাক্টিভ মেধার সংখ্যা অভূতপুর্ব ভাবে কমে হতাশ মেধার সংখ্যা দিনে দিনে কল্পনাতীত ভাবে বাড়ছে।
একজন মানুষ যদি তার কর্ম ক্ষেত্রকে পছন্দ না করে এবং যদি তার ওই বিষয়ে সৃজনশীলতা না থাকে তাহলে তার কাছথেকে কখনো কোনো আবিষ্কার বাহির হতে পারেনা। দুনিয়াতে যত মানব মানবী নিজের কর্ম দিয়ে অমর হয়ে আছেন তাদের সবাই নিজ নিজ কর্মক্ষেত্রকে পছন্দ করতেন এবং তাদের পছন্দের কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি সৃজনশীলতা ছিল।
যার কারনে তাদের কাজ গুলোকে আর কাজ মনে হয়নি খেলা মনে হয়েছে। তাদের কাজ করতে মনের ভিতরে অভূতপূর্ব আনন্দ বিরাজ করেছে। তাদের সর্বোচ্চ চিন্তা ভাবনা সময় দিয়ে নিজের কর্মক্ষেত্রে মনোনিবেশ করতে পেরেছিলেন বলে, আজকেও তারা আমাদের মাঝে তাদের কৃতকর্মের মাধ্যমে অমর হয়ে আছেন।
সমগ্র দুনিয়াতে যত সাধারন মানুষ আছে, কেও তার প্রোডাক্টিভ পছন্দকে মূল্যায়ন করেনি, আর করলেও পছন্দ এবং সৃজনশীলতাকে একত্রিত করতে পারেনি। যদি পারত তাহলে তারাও অসাধারন মানুষে রুপান্তরিত হতো। দুনিয়া জুড়ে আমরা সবাই সাধারন হওয়ার অসাধারন খেলায় লিপ্ত, কিন্তু অসাধারন হওয়ার সাধারন খেলায় কেও লিপ্ত হতে চাইনা।
যার কারনে দুনিয়া জুড়ে লাখো লাখো সাধারন এবং হতাশ মানুষ তৈরি হলেও অসাধারন মানুষ একদমই তৈরি হচ্ছেনা। প্রোডাক্টিভ মেধা গুলো তলিয়ে যাচ্ছে হতাশার গর্ভে।
দুনিয়া জুড়ে অসাধারন মানুষ অভাবনীয় ভাবে বাড়ানোর লক্ষ্যে, প্রতিটা সেক্টরে প্রোডাক্টিভ ও সৃজনশীল মেধা তৈরির জন্য প্রত্যেকটা মানুষকে তার পছন্দের পাশাপাশি সর্বোচ্চ সৃজনশীলতার জায়গা খুঁজে বের করতে সহযোগিতা করার লক্ষ্যে লাইফ কার্নিভাল ফাউন্ডেশন কাজ করছে।
লাইফ কার্নিভাল ফাউন্ডেশন বিশ্বাস করে প্রতিটা সাধারন মানুষের ভিতরে একজন অসাধারন প্রতিভাবান মানুষ বাস করে। যদি কিনা সাধারন মানুষটার থেকে তার পছন্দের বিষয়ে সর্বোচ্চ সৃজনশীলতা বাহির করে আনা যায় তাহলে তাকেও সম্ভব অসাধারন করে গড়ে তোলা।